‘নগদ’-এর ৩২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ
৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ © টিডিসি ফটো

মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর ছিনতাই হওয়া টাকার মধ্যে ৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। বুধবার (১৮ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত ৭ জন হলেন- যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু (৩১), ঝিকরগাছা উপজেলার বাকড়া দিগদানা গ্রামের ইসলাইল গাজীর ছেলে রনি গাজী (২৬), একই গ্রামের রাশেদুল ইসলাম খাঁ’র ছেলে সুজন ইসলাম (৩৩), মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী (৪৬), ইমাদুল গাজীর ছেলে নাসিম গাজী (১৯), ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪) ও একই গ্রামের মজনুর রহমানের ছেলে সোহেল রানা (২১)।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগদের ডিস্ট্রিবিউটর মো. রবিউল ইসলাম একটি প্রাইভেট কারে ৩৫ লাখ টাকা নিয়ে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে মনিরামপুর জামতলা দোনার নামক স্থানে দুর্বৃত্তরা প্রাইভেট কারের গতিরোধ করে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রথমে সাগর হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত আরও ৬ জনকে ৩২ লাখ ৫ হাজার ৫শ’ টাকাসহ আটক করা হয়।

আরও পড়ুন: শিবির কর্মীকে আয়নাঘরে নির্যাতন, র‌্যাব কর্মকর্তা গ্রেপ্তার

আটককৃতদের ছিনতাই সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।