এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ড চেয়ারম্যান অবরুদ্ধ

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ © সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশালের নতুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।

বোর্ডের কর্মচারীরা জানায়, দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যানকে ঘিরে ধরে। তারা পরীক্ষা পেছানোর দাবি জানায়। এ সময় কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা শিক্ষা বোর্ড এলাকা ছাড়বে বলেও জানায় শিক্ষার্থীরা। 

বোর্ড চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ চলমান রয়েছে। শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে পরীক্ষা পেছানোর দাবিতে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। শিক্ষার্থীদের দাবি, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এ জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।