রাজধানীর ছয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে সদস্য ফরম বিতরণ করবে ছাত্রদল

ছাত্রদলের লোগো
ছাত্রদলের লোগো © ফাইল ফটো

রাজধানীতে অবস্থিত ৫টি সরকারি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়ে সদস্য ফরম বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ২৩ জুন কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধির উপস্থিতিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আজ মঙ্গলবার (১৭ জুন) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এমন নির্দেশনা জানানো হয়েছে। 

নির্দেশনায় সংশ্লিষ্ট শাখাগুলোর ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সদস্য ফরম বিক্রি করা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো হল- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তেজঁগাও কলেজ।