দুর্দান্ত সেঞ্চুরি শান্তর, ছুটছে বাংলাদেশ
- ১৭ জুন ২০২৫, ২০:২৫
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে অসাধারণ ও দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বোলারদের দেখে-শুনে খেলে টেস্টে মেজাজেই ব্যাটিং করেন শান্ত, মাঝেমধ্যে হাঁকান প্রয়োজনীয় চার-ছক্কাও। ১১ চার ও এক ছক্কায় ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার।
আজ মঙ্গলবার (১৭ জুন) শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে বাংলাদেশের শুরু ছিল নড়বড়ে। পঞ্চম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন ১০ বলে কোনো রান না করা এনামুল হক বিজয়। দলের স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! এরপর প্রতিরোধ গড়েছিলেন আরেক ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হক। পঞ্চদশ ওভারে সাদমানকে (১৪) ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন অভিষিক্ত থারিন্দু রত্নায়েক।
সিরিজে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম সেশনটি আসলে দুই দলেরই। শূন্য রানে আউট হওয়া ওপেনার এনামুলকে ৫ম ওভারে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৩৪ রানের জুটি গড়েন মুমিনুল ও সাদমান। কিন্তু ৮ বলের মধ্যে অভিষিক্ত থারিন্দু রত্নায়েকের বলে দুজনকেই হারায় বাংলাদেশ। ১৪ রানে আউট হন সাদমান। মুমিনুল আউট হন ২৯ রানে। এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেছেন দুই অভিজ্ঞ নাজমুল ও মুশফিক। তারপর যেন ছুটছে বাংলাদেশ। শান্ত হাঁকালেন সেঞ্চুরি, মুশফিকও তিন অংকের কাছাকাছি।
প্রবাত জয়াসুরিয়াকে সুইপ করে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা পেয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ২০২৩ সালের নভেম্বরের পর টেস্টে নাজমুলের এটি প্রথম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। এর মধ্যে মুশফিক ৯২ রানে ব্যাটিং করছেন।
এর মধ্যে চতুর্থ উইকেটে ২০০ রানের জুটি গড়েছেন মুশফিক ও নাজমুল। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় ২০০ ছাড়ানো জুটি। ২৬৬ ও ২২২ রানের প্রথম দুটি জুটিই জিম্বাবুয়ের বিপক্ষে। আজকের জুটির মতো আগের দুটি ২০০ ছাড়ানো জুটিতেও এক পাশে ছিলেন মুশফিক।