‘আত্মঘাতী’ নতুন ড্রোন উন্মোচন করল ইরান
- ১৭ জুন ২০২৫, ২০:২৪
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ড্রোনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হয় বলে জানিয়েছে তেহরান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, শাহেদ-১০৭ ড্রোনটি শত্রু স্থাপনায় আত্মঘাতী হামলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি পিস্টন ইঞ্জিনচালিত, যার ফলে প্রায় ১,৫০০ কিলোমিটার বা তারও বেশি দূরত্ব অতিক্রম করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, নতুন এই ড্রোনটি দেখতে অনেকটা শাহেদ সিরিজের অন্যান্য মডেলের মতোই। কিছু সূত্র বলছে, এটি ইসরায়েলি অধিকৃত অঞ্চলের ভেতরে প্রবেশ করে ‘অ্যারো-৩’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে, যা এর দীর্ঘপথে ঢুকে পড়ার সামর্থ্য প্রমাণ করে।
বিশেষজ্ঞদের মতে, যদি শাহেদ-১০৭ ড্রোন একযোগে বহু ইউনিটে ব্যবহার করা হয়, তবে তা ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোয় মারাত্মক ক্ষতি করতে সক্ষম হবে।