রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ © টিডিসি ফটো

রাজধানীর ডেমরায় ছাদ থেকে পড়ে রুমি আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ডেমরা থানাধীন বক্সনগর রানী মহল হাজী রোডের নিজ বাসায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুমি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মো. রুবেল মিয়ার একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন সন্ধ্যায় বাসার দুইতলা ছাদে খেলছিল রুমি। কোনো একসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ডেমরা থানাকে অবগত করা হয়েছে।