কারিগরি পদে জেনারেলদের সুপারিশ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান
- ১৯ জুন ২০২৫, ১২:৫৫
‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি পদে জেনারেল সনদধারীদের সুপারিশ করা হবে না। প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো চাহিদা যাচাই-বাছাই করা হয়েছে। বিএম পদে জেনারেলদের সুপারিশের সুযোগ নেই।’
রোববার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।
জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে বিএম কলেজে জেনারেল সনদধারীদের সুপারিশ করা হয়েছে। এর ফলে অনেক বিএম সনদধারী ভালো প্রতিষ্ঠানে কিংবা নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে সুপারিশ পাননি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমন কিছু হবে না। আমরা বিষয়গুলো দেখছি। জেনারেল সনদধারী বিএম কলেজে আবেদন করলে সেটি বাতিল করা হবে।’ এমন কোনো তথ্য পেলে সেটি এনটিআরসিএকে জানানোর অনুরোধ করেছেন তিনি।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। টাকা জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।
সোমবার (১৬ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো: শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন থেকে। এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে।