ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতে মাদারীপুরে ভোক্তা কর্মশালা
- ১৭ জুন ২০২৫, ২০:৪৫
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের যৌথ উদ্যোগে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে মাদারীপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) দুপুরে সরকারি ১০ তলা সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে ভোক্তার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের স্টেকহোল্ডারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।
জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অধিকার ও দণ্ড নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তার সহকারী উপপরিচালক জান্নাতুল ফেরদৌস ও গেইনের প্রতিনিধি আফিয়া রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, স্হায়ী সরকারের( উপ-সচিব) হাবিবুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ চন্দ মন্ডল, জেলা সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মশালায় জেলার ব্যবসায়ী সংগঠনের নেতা, ভোক্তা সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতনরা উপস্থিত থেকে স্ব স্ব অবস্থানের মত প্রকাশ করেন।
আরও পড়ুন: ‘আরবি প্রভাষক’ পদের ভাইভায় আরবি পড়তে পারেননি অনেক প্রার্থী
তারা বলেন, খোলা তেলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতি। তাই খোলা তেল বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানান তারা।
এর আগে মাদারীপুরের বাজারগুলোয় প্লাস্টিক ড্রামে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ও বিক্রয়ের ব্যাপারে খোঁজখবর নেন তারা। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেমিক্যালের ড্রামে সয়াবিন তেল বিক্রি বন্ধের বিষয়েও জানানো হয়।