১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্লাস সম্পর্কে যা জানা গেল
- ২০ জুন ২০২৫, ১০:১৭
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (১৬ জুন) সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভা অনুষ্ঠিত হয়। সভায় গুচ্ছের ভর্তি ও ক্লাসসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছের প্রাথমিক ভর্তি (নন-প্র্যাকটিক্যাল বিষয়) শুরু হবে ২২ জুন, চলবে ২৮ জুন পর্যন্ত। অপর দিকে বিশেষায়িত বিষয়গুলোর (চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, চলচ্চিত্র ও মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান) প্র্যাকটিক্যাল পরীক্ষা ও কোটার ভেরিফিকেশন শুরু ২১ থেকে ২৮ জুনের মধ্যে। ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে ৩০ জুনের মধ্যে।
আরও পড়ুন: যবিপ্রবির সাবেক উপাচার্য আব্দুস সাত্তার কারাগারে
তিনি আরও বলেন, চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত এবং ক্লাস শুরু করার সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে।
উল্লেখ্য, এ বছরও গুচ্ছ পদ্ধতিতে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।