ইরানের হামলায় মার্কিন কনস্যুলেট ক্ষতিগ্রস্ত, জেরুজালেম দূতাবাস বন্ধ

মার্কিন কনস্যুলেট অফিস ক্ষতিগ্রস্ত
মার্কিন কনস্যুলেট অফিস ক্ষতিগ্রস্ত © সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে মার্কিন কনস্যুলেট অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো মার্কিন কর্মকর্তা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতের হামলায় তেল আবিব দূতাবাস শাখার ‘সামান্য ক্ষতি’ হয়েছে।

এক্সে এক পোস্টে তিনি আরও বলেন, তেল আবিবের ভবনের কাছে ‘ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে’ কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং কোনো মার্কিন কর্মী আহত হননি।

এএফপি জানিয়েছে, সোমবার (১৬ জুন) ভোরে ইরান ইসরায়েলি শহরগুলোয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে উভয় পক্ষই আরও ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়েছে।

এএফপির ছবিতে তেল আবিবের উপকূলীয় কেন্দ্রে ভস্মীভূত ভবনগুলোর দৃশ্য দেখা গেছে। এই হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পেতে ইসরায়েলি সেনাবাহিনী জনগণকে সতর্ক করেছে।

আরও পড়ুন : রান থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিচ্ছে নয়াদিল্লি

কয়েক দশকের শত্রুতা ও প্রক্সি যুদ্ধের পর গত সপ্তাহে ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এখন পর্যন্ত সবচেয়ে তীব্র যুদ্ধের সূচনা করেছে। এর ফলে একটি দীর্ঘ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, যা সমগ্র মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে।

ইসরায়েল বলেছে, তাদের হামলা সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোয় আঘাত করেছে এবং অনেক শীর্ষ কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে।

কিন্তু গত রোববার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ‘একটি চুক্তি করতে’ আহ্বান জানিয়েছেন। তবে রোববার সাংবাদিকদের তিনি বলেন যে ‘কখনো কখনো তাদের প্রথমে লড়াই করতে হয়’।