এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
- ১৬ জুন ২০২৫, ২২:৩৩
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়াতে এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৭) ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামী মো. সজিব (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিযানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সজিব (৩৮) এওজবালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব এওজবালিয়া সুজন ডাক্তারের বাড়ির মৃত বলি মিয়ার ছেলে। নোয়াখালীর কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৫ মে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নোয়াখালীতে নালিশী মামলা করলে বিজ্ঞ আদালত অফিসার ইনচার্জ, সুধারাম থানাকে এফআইআর হিসাবে গন্য করার আদেশ দিলে মামলাটি রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর এজাহারনামীয় আসামী গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে পলাতক ছিল। র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল মামলার এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-৭, সিপিএসসি কোম্পানী, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল রোববার (১৫ জুন) বেলা ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সজিব (৩৮) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ৩ মে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে দরজার ছিটকিনি ভেঙে বসতঘরে প্রবেশ করে। এ সময় এসিডের একটি বোতল বের করে তা নিক্ষেপের ভয় দেখিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পর জন্মনিরোধক ঔষধ নরপিল-১ সেবন করিয়ে পালিয়ে যায় সজিব। যা নিয়ে গত ২১ মে দ্য ডেইলি ক্যাম্পাস একটি সংবাদ প্রকাশ করে।