শঙ্কিত হওয়ার কারণ নেই, চাঁদাবাজি-টেন্ডারবাজিতে হাত পড়বে না: বিএনপিকে এনসিপি নেতা

রাঙামাটিতে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন
রাঙামাটিতে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন © টিডিসি

রাঙামাটির বিএনপি নেতাদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘পার্বত্য অঞ্চলে জাতীয় রাজনীতি করতে গেলে কিছু প্রতিবন্ধকতা থাকে। এনসিপি যদি এখানে খুব বেশি শক্তিশালী হয়, হয়তো কারও মাথাব্যথা হতে পারে, পেটব্যথার কারণ হতে পারে। কিন্তু আমাদের দ্বারা তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নাগরিক পার্টি করছি আমরা টেন্ডারবাজি-চাঁদাবাজি করার জন্য নয়। তারা যদি মনে করে তাদের চাঁদাবাজি-টেন্ডারবাজিতে হাত পড়বে, কোনো সমস্যা হবে—এটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। তাদের নিয়ে আমাদেরও শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

রোববার (১৫ জুন) সন্ধ্যায় রাঙামাটি শহরের কে কে রায় সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে এনসিপি রাঙামাটিতে সাংগঠনিক কার্যক্রম শুরু করে।

কমিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবে জাহিদুল ইসলাম আরও বলেন, ‘কিছু কিছু নেতা হয়ত মনে করতে পারেন পুরো রাঙামাটিটা তার তাবেদারিতে চলবে। এই সংগঠন (এনসিপি) যদি মাথাচাড়া দিয়ে দাঁড়ায়, হয়ত তার তাঁবেদারি একটু কমে যেতে পারে, কিছু সমস্যা হতে পারে। কিছু নেতার (বিএনপি) কিছু সদস্য এগুলো নিয়ে লেখালেখি করছে।’

রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি—এনসিপি রাঙামাটিতে সাংগঠনিক কার্যক্রম শুরু করল। যে কোনো কমিটি কিংবা সংগঠন গঠনের পর বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়েই থাকে। আমরা সেগুলোকে পাথেয় হিসেবে নেব। গ্রহণযোগ্য আলোচনা-সমালোচনা থাকলে সেগুলোকে গ্রহণ করব। আমরা সকলের সহযোগিতা চাই।’

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি রাঙামাটি জেলা সমন্বয় কমিটির উজ্জ্বল চাকমা, মো. সাহেদুল ইসলাম, শাহিদুল ইসলাম খান, দিবাকর চাকমাসহ অন্যান্যরা। 

এর আগে, শনিবার (১৪ জুন) রাতে বিপিন জ্যোতি চাকমাকে প্রধান সমন্বয়কারী, ছয় জনকে যুগ্ম সমন্বয়কারী করে ২৪ সদস্যবিশিষ্ট এনসিপির রাঙামাটি জেলা সমন্বয় কমিটি প্রকাশিত হয়। যদিও কমিটিতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ৫ জুনের স্বাক্ষর রয়েছে।