ঢাকা আলিয়ায় কামিল স্নাতকোত্তর ভর্তি শুরু আগামী ১৭ জুন
- ১৬ জুন ২০২৫, ১২:৫৮
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল স্নাতকোত্তর (হাদীস, তাফসীর, ফিক্হ ও আদব বিভাগে) দুই বছর মেয়াদি (প্রথম পর্ব) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১৭ জুন (মঙ্গলবার) ২০২৫ থেকে। আবেদন গ্রহণ চলবে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল হক এবং ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আছলাম মিয়ার স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে নির্ধারিত ফি প্রদানপূর্বক আবেদন করতে পারবেন।
ফরম পূরণের পর প্রিন্ট করা কপি ও প্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসার অফিসে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জমা দিতে হবে। সময়মতো কাগজপত্র জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
ভর্তি যোগ্যতা:
শুধু ২০২২ ও ২০২৩ সালের ফাজিল (স্নাতক) পাস নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে:
১. ফাজিল পাসের অনলাইন মার্কশিটের একটি ফটোকপি
২. আলিম পরীক্ষার মার্কশিটের একটি ফটোকপি
৩. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (পাঞ্জাবি ও টুপি পরিহিত)
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম পাওয়া যাবে মাদ্রাসার ওয়েবসাইটে।