শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

সোহানুর রহমান আজম
সোহানুর রহমান আজম © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সোহানুর রহমান আজম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৫ জুন) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত এনদা মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ বিষয়ে (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত জানানো সম্ভব নয়।