আহমেদাবাদে বিমান দুর্ঘটনা তদন্তে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল ভারতে

বিধ্বস্ত বিমান
বিধ্বস্ত বিমান © সংগৃহীত

লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ তদন্তকারী দল। এর আগে থেকেই ভারত নিজস্ব ব্যবস্থায় তদন্ত শুরু করেছিল।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু শুক্রবার জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) প্রোটোকল অনুযায়ী, ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ভারতের সরকার একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে, যারা এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে বিমান নিরাপত্তা বাড়াতে সুপারিশ করবে।

এদিকে ব্রিটিশ তদন্তকারী দল এরই মধ্যে আহমেদাবাদে পৌঁছেছে এবং তদন্তে সহায়তা শুরু করেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড) থেকেও একটি প্রতিনিধি দল ভারতে এসেছে। তারা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করবে বলে জানানো হয়েছে।

তদন্তে আন্তর্জাতিক এই অংশগ্রহণ দুর্ঘটনার কারণ দ্রুত উদঘাটন ও ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। [সূত্র: বিবিসি]