ইসরায়েলের ৯টি ভবন ধ্বংস করে দিয়েছে ইরান, ছবিতে দেখুন
- ১৫ জুন ২০২৫, ১০:৩৫
ইসরায়েলের হামলার জবাবে ফের করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলের অন্তত ৯টি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বিভিন্ন শহরে চালানো এ হামলায় এখন পর্যন্ত এক নারী নিহত এবং অন্তত ৬০ জন হতাহত হয়েছেন।
হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে হোম ফ্রন্ট কমান্ডের সদস্যদের।
ইসরায়েলের হারেৎজ সংবাদপত্রের খবর অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি উঁচু ভবনে আঘাত হানায় ভবনটির নিচের এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবের শহরতলির রামাত গানেও নয়টি ভবন ধ্বংস হয়েছে।
ইরান দেড় শতাধিক মিসাইল ছুঁড়েছে বলেও জানিয়েছে সংবাদপত্রটি। এদিকে কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে) জেরুজালেমের আকাশে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রের একটি নতুন ঢেউ ইসরায়েলের দিকে এগিয়ে আসছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েল রাষ্ট্রের দিকে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।’ আইডিএফ এর আগে নতুন করে হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং বলেছিল যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।
দ্য টাইমস অব ইসরায়েল, আলজাজিরা, বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেছে। বিভিন্ন ছবিতে বিধ্বস্ত ভবন, ধ্বংসস্তূপ ও দগ্ধ অঞ্চল স্পষ্টভাবে দৃশ্যমান।
ছবি দেখুন এখানে



.jpg)
.jpg)