ভারতে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার
- ১৫ জুন ২০২৫, ১০:৩৫
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করেছে তদন্তকারী দল। শুক্রবার (১৩ জুন) শহরের মেঘানিনগরের একটি চিকিৎসক হোস্টেলের ছাদ থেকে এটি উদ্ধার করা হয়।
গুজরাট সরকারের ৪০ জন কর্মকর্তার সহায়তায় এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-এর একটি দল তল্লাশি চালিয়ে ব্ল্যাকবক্সটি শনাক্ত করে। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, ব্ল্যাকবক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
‘ব্ল্যাকবক্স’ নাম হলেও বিমানের এই অংশটির রঙ উজ্জ্বল কমলা। স্টিল ও টাইটেনিয়াম দিয়ে তৈরি যন্ত্রটিতে থাকে দুটি মূল অংশ—ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (DFDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)। পানিতে ডুবে যাওয়া বা আগুনে পুড়লেও ব্ল্যাকবক্স বছরের পর বছর অক্ষত থাকে। বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের কার্যক্ষমতা এবং ককপিটে পাইলটদের কথোপকথনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এতে সংরক্ষিত থাকে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। তবে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর শহরের মেঘানিনগরের জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৪১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। অলৌকিকভাবে বেঁচে যান একজন ব্রিটিশ নাগরিক, বিশ্বাসকুমার রমেশ।