যশোরে তরুণীকে উত্ত্যক্ত করায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী
- ১৩ জুন ২০২৫, ১১:৪০
তরুণীকে উত্যক্ত করায় যশোরের ঝিকরগাছার গদখালীর টাওরা এলাকা থেকে চায়নিজ কুড়ালসহ পাঁচ তরুণকে আটক করেছেন সেনাসদস্যরা। বুধবার (১১ জুন) বিকেলে তাদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের নাঈম হোসেন (২১), মেহেদী মোড়ল (২০), শাওন হোসেন (২৫), মেহেদী হাসান আশিক (২২) ও বোধখানা গ্রামের ওয়ালিদকে (২০)।
ওসি জানান, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে যান। এ সময় টাওরা গ্রামের মোড়ে পাঁচ তরুণ রাকিবুল ও তার বান্ধবীকে উত্ত্যক্ত করেন। সে সময় একপথচারী সেনাসদস্যদের সাহায্য চাইলে দ্রুত তারা ঘটনাস্থল পৌঁছান এবং সেখান থেকে ওই পাঁচজনকে আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চায়নিজ কুড়ালও উদ্ধার করেন। পরে সেনাসদস্যরা ঝিকরগাছা থানায় খবর দেন। পুলিশ পাঁচ তরুণকে একটি চায়নিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে যায়।