ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের
- ২৪ জুন ২০২৫, ১৯:৪৬
ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার (১২ জুন) নারী ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১০৯৯ দশমিক ৩৬ রেটিং পয়েন্টে ১২৮ নম্বরে উঠে এসেছেন আফঈদা-রুপনারা। এর আগে, গেল মার্চে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। তিন মাস ব্যবধানে ৭ দশমিক ৫৫ রেটিং পয়েন্ট বেড়েছে বাঘিনীদের।
গেল মে মাসে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে সমতায় নিয়েই মাঠে ছেড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ার সুফল এবার পেল সাগরিকা-আফঈদারা।
এদিকে আগামী ৭ আগস্ট নারী ফুটবলের পরবর্তী র্যাঙ্কিং প্রকাশিত হবে। এই সময়ের মাঝে মিয়ানমারে এশিয়ান নারী বাছাই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই প্রথমবারের মত এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে খেলতে পারবে লাল-সবুজেরা। এই সময়ে প্রথমবারের মত র্যাঙ্কিং পয়েন্ট ১১০০ স্পর্শ করার সুবর্ণ সুযোগও হাতছানি দিচ্ছে।
এবার র্যাঙ্কিংয়ে মিশরের সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি পাঁচ ধাপ নিচে নেমেছে সংযুক্ত আরব আমিরাত। নারী র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের বাকি দলগুলো যথাক্রমে স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে সবমিলিয়ে পাঁচটি পরিবর্তন এসেছে। ৪ ধাপ এগিয়ে চারে ব্রাজিলের মেয়েরা, এক ধাপ পিছিয়ে পাঁচে ইংল্যান্ড, দুই ধাপ পিছিয়ে সাতে জাপান, এক ধাপ পিছিয়ে আটে কানাডা এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে ফ্রান্সের মেয়েরা।