দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী?

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী © সংগৃহীত

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়েছে, তাতে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিমানের যাত্রী তালিকায় সাবেক এই মুখ্যমন্ত্রীর নাম রয়েছে।

তাঁর ঘনিষ্ঠ প্রশান্ত ভালা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। তবে তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তাঁর খোঁজ চলছে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আহমেদাবাদের টার্মিনাল ২ থেকে ছেড়েছিল। ৯ ঘণ্টা ৪৫ মিনিটের উড়ান শেষে তার নামার কথা ছিল গ্যাটউইকে। লন্ডন থেকে দু’ঘণ্টার সড়ক-দূরত্বে এই বিমানবন্দর।

এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এআই-১৭১ বিমানটি বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে।

এটি বোয়িং সংস্থার বি-৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল। এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ ২৯০ থেকে ৩০০ জন যাত্রী থাকতে পারেন বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহমেদাবাদের বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। বিমানবন্দরের কাছে লোকালয়ে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। বিস্তীর্ণ অংশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। মনে করা হচ্ছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। খুব বেশি উচ্চতায় বিমানটি পৌঁছাতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা।

বিমান ভেঙে পড়ার পর পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন। বর্ষীয়ান নেতাকে নিয়ে উদ্বিগ্ন বিজেপি।