জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির টিয়া মাছ

বিরল প্রজাতির টিয়া মাছ
বিরল প্রজাতির টিয়া মাছ © টিডিসি সম্পাদিত

পটুয়াখালীর কুয়াকাটায় আবু সালেক নামে এক জেলের জালে বিরল প্রজাতির চারটি টিয়া মাছ ধরা পড়েছে। যার বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। এ প্রজাতির মাছ সচরাচর বাংলাদেশে দেখা যায় না, ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হলে তা এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। মাছগুলো আকারে বড়, চারটি মাছের মোট ওজন হয়েছে ৫ কেজি। পরবর্তীতে নিলামের মাধ্যমে স্থানীয় পাইকারী মাছ ব্যবসায়ী আবদুল্লাহ প্রতি কেজি ৫০০ টাকা দরে ক্রয় করেন।

জেলে আবু সালেক বলেন, ‘আমি চট্টগ্রামের বাঁশখালী থেকে আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলেসহ সাগরে মাছ ধরতে যাই। গত রাতে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় জালে ফেললে এই অচেনা মাছগুলো উঠে আসে। ভালো দামে বিক্রি করেছি।’

মাছ ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, ‘মাছগুলো দেখতে রঙিন। এমন মাছ আমি এর আগে কখনও দেখিনি। বিরল মাছ হওয়ায় একটু উচ্চমূল্যেই কিনেছি। অনেকে সংগ্রহ করতে চাইছেন, তাই আমি ভালো লাভের আশায় এটি কিনেছি।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্কারাস জুফার বা টিয়া মাছ সাধারণত ওমান থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের প্রবালপ্রবণ এলাকায় পাওয়া যায়। বাংলাদেশে এটি খুবই বিরল। ১৯৯৫ সালে প্রথম এই প্রজাতিটি বৈজ্ঞানিকভাবে শনাক্ত হয়। এই মাছ পরিবেশবান্ধব এবং সামুদ্রিক বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্থানীয়দের মতে, বিরল এ ধরনের মাছ ধরা পড়া দেশের সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং সঠিকভাবে গবেষণা ও সংরক্ষণে উদ্বুদ্ধ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।