চরফ্যাশনের জাহানপুরে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী মহিবুল্লাহ মনোনীত
- ১২ জুন ২০২৫, ১৯:৫৭
ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাহানপুর ইউনিয়নে শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী স্থানীয় সংসদ নির্বাচনের জন্য জাহানপুরে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. মহিবুল্লাহর নাম ঘোষণা করেন। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার জাহানপুর কারামতিয়া দাখিল মাদরাসার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাহানপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের (চরফ্যাশন-মনপুরা) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জাহানপুর ইউনিয়নের গর্বিত সন্তান ও খ্যাতনামা শিক্ষাবিদ মাওলানা মো. মহিবুল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আমির মাওলানা ফরহাদ হোসাইন, চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মহিবুল্লাহ, মো. হাসনাইন, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, মো. আল-আমিন এবং মাওলানা মো. জিয়াউর রহমানসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের কর্মীরা।
আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. মহিবুল্লাহ নির্বাচন করবেন।
চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. মহিবুল্লাহকে মনোনীত করা সম্পর্কে তিনি বলেন, জনগণের সার্বিক কল্যাণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাওলানা মহিবুল্লাহকে প্রার্থী করেছি। আশা করি, ইউনিয়নের জনগণের সহযোগিতায় তিনি একটি উন্নয়নমুখী ও কল্যাণকামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।