টোল শ্রমিকদের হামলায় সেনা সদস্য আহত, আটক ৫
- ১২ জুন ২০২৫, ১৯:৫৭
গোপালগঞ্জের সদর উপজেলার চাপাইল সেতুতে টোল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের হামলায় এক সেনাসদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।
আহত সেনা সদস্যের নাম এম ডি সাজ্জাদ হোসেন। তিনি ঢাকার সেনা সদর সপ্তরে সিপিএল হিসেবে কর্মরত।
বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন শিমুল (২৭), আল আমিন (৩০), আনোয়ার (৬৫), সাহিন ভূইয়া (২১) ও ইমন সিকদার (১৭)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নিজ বাড়ি নড়াইলের নড়াগাতি থেকে পিকআপে করে বাসার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই সেনা সদস্য। এ সময় চাপাইল সেতুতে পৌঁছালে টোল দেওয়া-নেওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জেরে শ্রমিকরা হামলা চালিয়ে তাকে মারধর করেন।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে সেনা সদস্যকে উদ্ধার করে এবং হামলাকারী শিমুল, আল আমিন, আনোয়ার, সাহিন ভূইয়া ও ইমন সিকদারকে আটক করে সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
আহত সেনা সদস্য সাজ্জাদের বাবা মনিরুজ্জামান বলেন, আমার ছেলের ওপর যে হামলা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। হামলার খবর শুনে আমি গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করার জন্য এসেছি। বর্তমানে ছেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।