ভোলাহাটে ৩১ দফার প্রচারণায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রিংকু
- ১২ জুন ২০২৫, ১৯:৫৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প্রচারণা ও কর্মশালা পরিচালনায় অংশ নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকু। বুধবার (১২ জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সকল ইউনিয়নে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পরিচালনা করেন তিনি।
এ সময় ভোলাহাট উপজেলার ৪ ইউনিয়নের বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে ৩১ দফার প্রচারণায় রিংকুর সাথে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজ্জাক, যুবদল নেতা রুবেল, সাবেক ছাত্রদল নেতা রয়েল ও হৃদয়, ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, লতিফুর, তুহিনসহ আরও অনেকে।
প্রচারণা শেষে ভোলাহাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভোলাহাট মোহবুল্লাহ কলেজে ৩১ দফার কর্মশালায় আলোচক হিসেবে আসাদুজ্জামান রিংকু বলেন, বিএনপি এমন একটা দল, যাদের অতীত কোনো কর্মকাণ্ডের জন্য জাতির সামনে কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। অথচ জাতির প্রত্যেক ক্রান্তিলগ্নে বিএনপিই জাতিকে নেতৃত্ব দিয়েছে ও গণতান্ত্রিক আন্দোলনে সর্বাগ্রে ভূমিকা রেখেছে। অপরদিকে অন্য দলগুলো ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালকে বিতর্কিত ভূমিকার জন্য বারবার দেশের বিরুদ্ধে অবস্থান করে গণহত্যার মত জঘন্য কাজে লিপ্ত হয়েছে।
ছাত্রদল নেতা রিংকু আরও বলেন, দেশ পুনর্গঠনে ৩১ দফার কোনোই বিকল্প নেই। আপনারা ৩১ দফাকে আয়ত্ত করুন, এই উপজেলার পথে প্রান্তরে ৩১ দফাকে ছড়িয়ে দেন।
এই কর্মসূচি শেষে মোহবুল্লাহ কলেজ ও জামবাড়িয়া কলেজ ক্যাম্পাসে কয়েকটি নিম বৃক্ষরোপণ করা হয়। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।