বিশ্বকাপের বাকি ঠিক এক বছর, যারা পেল টিকিট
- ২৪ জুন ২০২৫, ০৯:২৮
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের এখনও এক বছর বাকি। তবে এখন থেকেই বৈশ্বিক এই মহারণের বাজনা বেজে গেছে। আগামী বছরের ১১ জুন থেকে প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা পেতে বেশ আগে থেকেই দলগুলোর লড়াই শুরু হয়েছে।
উত্তর, দক্ষিণ, মধ্য আমেরিকা, এশিয়া এবং ওশেনিয়া মহাদেশের বড় বড় কিছু নাম এরই মধ্যে বিশ্বকাপে নিজেদের টিকিট বুকিং দিয়ে ফেলেছে। তবে দুর্দান্ত লড়াইয়ের পরও এখন পর্যন্ত বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করতে পারেনি আফ্রিকা মহাদেশের কোন দল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে জায়গা পেতে মহাদেশটির ৫৪ দল লড়াই করছে। এছাড়া ইউরোপে সেই অর্থে এখনও বিশ্বকাপ বাছাইপর্ব শুরুই হয়নি।
স্বাগতিক দলগুলোর সঙ্গে এরই মধ্যে আরও ১০ দেশ যোগ হয়েছে। লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে ব্রাজিল, ইকুয়েডর ও আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। এশিয়া থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বমঞ্চের টিকিট পেয়েছে।
ওশেনিয়া থেকে নিউজিল্যান্ডেরও বিশ্বকাপ খেলা নিশ্চিত। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা তো রয়েছেই। এমনকি প্রথমবারের মত বিশ্বকাপে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান।
এদিকে উয়েফা নেশন্স লিগ শেষে এবার বিশ্বমঞ্চের টিকিট পেতে তোড়জোড় শুরু করবে ইউরোপের ৫৪ দল। যদিও নেশন্স লিগে না থাকায় ‘জি’ থেকে ‘এল’ পর্যন্ত গ্রুপের বাছাইপর্ব এরই মধ্যে মাঠে গড়িয়েছে। যেখানে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মত দলও বড় বিপদে রয়েছে। টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা না পাওয়ার শঙ্কায় আছে দলটি।
১১ জুন পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নিয়েছে যেসব দল: ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া, জাপান (এশিয়া), যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো (স্বাগতিক এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল), আর্জেন্টিনা, ইকুয়েডর ও ব্রাজিল (দক্ষিণ আমেরিকা), ওশেনিয়া (নিউজিল্যান্ড)।