কৃষিতে জলবায়ু প্রস্তুতি: ৫ বছরে বরাদ্দ বেড়েছে ৮০%

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশে কৃষি খাতে বরাদ্দ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পর্যালোচনায় দেখা যাচ্ছে, এই খাতে জলবায়ু-প্রাসঙ্গিক বরাদ্দ ৫ বছরে বেড়েছে প্রায় ৮০.৩২ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে এই বরাদ্দ ছিল ৫,৮০৪.১৪ কোটি টাকা যা চলতি ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়িয়েছে ১০,৪৬৬.৩৫ কোটি টাকায়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কৃষি খাতকে লাভজনক, টেকসই ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও বিস্তার, যেমন—ফসল বৈচিত্র্যকরণ, পানি ব্যবস্থাপনা, এবং মাটির স্বাস্থ্য উন্নয়ন। কৃষি উৎপাদনশীলতা ধরে রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে খরা, বন্যা, লবণাক্ততা ও উচ্চ তাপমাত্রা সহনশীল ফসল জাত উদ্ভাবনেও গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: সেই ছাত্রদল নেতা বাবুকে বহিষ্কার, আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ

অর্থবছর অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩-২৪ সালে বাজেটে ৯,৫৫৭.২৯ কোটি এবং সংশোধিত বরাদ্দে ৯,৩৪৭.০৪ কোটি টাকা জলবায়ু-প্রাসঙ্গিক ব্যয়ে রাখা হয়। পরবর্তী অর্থবছর ২০২৪-২৫-এ তা বেড়ে হয় ১০,২৯৫.৪১ কোটি টাকা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে এ বরাদ্দ পৌঁছায় ১০,৪৬৬.৩৫ কোটি টাকায় যা মন্ত্রণালয়ের মোট বাজেটের ৩৮.৪৫ শতাংশ।

এ বরাদ্দের মধ্যে পরিচালন খাত থেকে এসেছে ৭৮.৮২ শতাংশ এবং উন্নয়ন বাজেট থেকে ২১.১৮ শতাংশ। কৃষি মন্ত্রণালয় জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (BCCSAP)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে এবং কৃষকদের জলবায়ু-সংবেদনশীল চাষাবাদে উৎসাহিত করতে বিভিন্ন প্রযুক্তি ও প্রশিক্ষণ দিচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের ফলে খরা,তাপপ্রবাহ ও বন্যা বৃদ্ধি পাচ্ছে যা ফসলের ফলন কমিয়ে কৃষিতে চ্যালেঞ্জ তৈরি করছে। এই বরাদ্দ বৃদ্ধির ধারা বজায় থাকলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আরও প্রস্তুত হবে।