ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের
- ১৩ জুন ২০২৫, ০৮:৩২
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (১১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্নার মোড়ের পেট্রোলপাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৩০) ও মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথিমধ্যে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে যান। এ সময় গিয়ে পেছন থেকে আসা কার্ভাডভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, শিশুকন্যা এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: শ্রম অধিকার সুরক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বাংলাদেশ: শ্রম উপদেষ্টা
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ মোশফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।