হামজার অ্যাসিস্টে রাকিবের গোল, ব্যবধান কমাল বাংলাদেশ

ব্যবধান কমাল বাংলাদেশ
ব্যবধান কমাল বাংলাদেশ © সংগৃহীত

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ঝিমিয়ে পড়েছিল স্বাগতিকরা। সেই সুবাদে আরো একটি গোল হজম করে লাল-সবুজেরা। 

তবে ম্যাচের ৬৭তম মিনিটে এসে ব্যবধান কমায় বাংলাদেশ। হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানান রাকিব। 

দ্বিতীয়ার্ধে বেশকটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। উল্টো ম্যাচের ৫৯তম মিনিটে আরেকবার বাংলাদেশের জালে গড়ায় সিঙ্গাপুর। গোলকরেন ইকসান ফান্দি।

এর আগে, ম্যাচের ৪৪তম মিনিটে লিড নেয় সিঙ্গাপুর। বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সফরকারীরা। এ সময়ে বলটা ধরতে পারেননি লাল-সবুজের গোলকিপার মিতুল। ডি-বক্সের মধ্যে হেড দিয়ে ডান দিকে ঢেলে দেন সিঙ্গাপুরের একজন।

সেখানে সুযোগ বুঝেই শট নেন সং উই ইয়াং। বেশ খানিকটা দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী। তবে ততক্ষণে বিপদ হয়ে গেছে। শেষমেশ ১-০ গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।