পাবনায় কুপিয়ে জখম করা ইমামের মৃত্যু, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ
- ১১ জুন ২০২৫, ০৮:২৯
পাবনার ভাঙ্গুড়ায় কুপিয়ে জখম করা মসজিদের ইমাম গনি মোল্লার (৬০) মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার (১০ জুন) সকাল আটটার দিকে তিনি মারা যান। এ খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
গনি মোল্লা উপজেলার খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর সিকেবি আলিম মাদ্রাসা নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি তিনি বিয়ে পড়াতেন। তিনি চণ্ডীপুর এলাকার মৃত রিয়াজ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদাত হোসেন মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ময়মনসিংহের একটি মেয়ের সঙ্গে। গত রবিবার সন্ধ্যায় ওই মেয়েকে নিয়ে শাহাদাত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী সিকেবি আলিম মাদ্রাসায় গনি মোল্লার কাছে যান। তারা গনি মোল্লাকে শাহাদাতের সঙ্গে ওই মেয়ের বিয়ে পড়ানোর বলেন। কিন্তু শাহাদাতের স্ত্রী-সন্তান থাকায় গনি মোল্লা তাদের বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহাদাত ও তার দুলাভাই মিলে তাকে দা দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করেন।
আরও পড়ুন: শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসছে ভিন্নভাবে, থাকছে না ‘১৯তম’
খবর পেয়ে স্থানীয় লোকজন গনি মোল্লাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গনি মোল্লাকে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে মারা যান। গনি মোল্লার মৃত্যুর খবর চণ্ডীপুর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা সংঘবদ্ধ হয়ে কাজীপাড়ায় শাহাদাত হোসেন ও তার আত্মীয়স্বজনের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে।
এ বিষয় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।