পল্লবীতে ‘চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানিকে কুপিয়ে হত্যা
- ১২ জুন ২০২৫, ১২:৪২
রাজধানীর মিরপুর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় ‘চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ জুন) গভীর রাতে তাকে হত্যা করা হয়। পরে মঙ্গলবার (১০ জুন) সকাল সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত পেপার সানির নামে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতেও ছিলেন।
স্থানীয়সূত্রে জানা যায়, মাদক বিক্রির আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হাতে পেপার সানি খুন হয়েছেন। তবে রাতে পল্লবীর মিল্লাত ক্যাম্পে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায় সে বিষয়ে কোন খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।