হাজিদের ফিরতি ফ্লাইট শুরু আজ থেকে

হাজিদের ফ্লাইট
হাজিদের ফ্লাইট © সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুরু হয়েছে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি। আজ মঙ্গলবার (১০ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। যা চলবে ১০ জুলাই পর্যন্ত।

মিনায় শয়তানকে প্রতীকী কঙ্কর নিক্ষেপ এবং কাবা শরিফে ফরজ তাওয়াফ সম্পন্ন করার পর হাজিরা ধীরে ধীরে আবার মিনায় ফিরতে শুরু করেছেন। তবে ফিরতি পথে অনেক হাজি প্রচণ্ড ভিড় ও ক্লান্তির কারণে পথ হারিয়ে ফেলেন। এদের অনেকেই আশ্রয় নিয়েছেন মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনে। সেখানে বিশ্রাম ও সহযোগিতা পাচ্ছেন তারা।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব গেছেন মোট ৮৭,১৫৭ জন যাত্রী। তাদের মধ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এবারের হজ মৌসুমে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৮৮ বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এবং ১৯ জন এখনও সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে।