সারাদেশে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ১৫ জুন ২০২৫, ০৮:১৭
বৃষ্টির আভাস থাকলেও গরম কমার তেমন সম্ভাবনা নেই আগামী ২৪ ঘণ্টায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
আজ মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর খুব একটা সক্রিয় নয় এবং উত্তর বঙ্গোপসাগরেও এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আগামীকাল বুধবার (১১ জুন) থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। এসব অঞ্চলে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। ওই দিন সারাদেশেই দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হবে না।
পরবর্তী দিন, বৃহস্পতিবারেও একই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, যেখানে কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগেও বৃষ্টির দেখা মিলবে। সারাদেশেই এইদিন দিন ও রাতের তাপমাত্রা আরও একটু হ্রাস পেতে পারে।
শুক্রবার (১২ জুন) আবহাওয়ার আরও বেশি বৈচিত্র্য দেখা দিতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক অংশে এবং রংপুর ও রাজশাহীর কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। একই সঙ্গে দেশের প্রায় সর্বত্র তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।