ভিকারুননিসার ছাত্রী মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা, পানিতে ডুবে প্রাণ গেল দুজনের
- ১০ জুন ২০২৫, ১৪:৩৮
ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী হালিমা মোহাম্মদ (১৮) ও তার বাবা বাবুল আহমেদ বাবু (৬০)। সোমবার (৯ জুন) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় বসবাসকারী বাবুল আহমেদ স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকেন। সন্তানরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। বাড়ির কাছে মানিকসিংহ এলাকায় বাবুলের একটি ইটভাটা রয়েছে। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে পরিবারের সবাই গ্রামের বাড়িতে আসেন।
ওইদিন বিকেলে বাবুল তার মেয়ে হালিমাকে সঙ্গে নিয়ে পুকুরে নামেন সাঁতার শেখানোর জন্য। তাকে প্লাস্টিকের টিউব দিয়ে ভাসিয়ে সাঁতার শেখানো হচ্ছিল। একপর্যায়ে হালিমা টিউব থেকে হাত ফসকে পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে বাবুলও পুকুরে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু শেষ রক্ষা হয়নি—দুজনই পানিতে তলিয়ে যান।
পরে আশপাশের লোকজন ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধারে চেষ্টা চালায়। প্রায় আধাঘণ্টা পর দুজনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে পথেই তারা মৃত্যুবরণ করেন।
পরিবারের আত্মীয় ও ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আজাদ মিয়া জানিয়েছেন, সোমবার রাত ১০টায় জানাজা শেষে বাবুল ও হালিমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জুড়ী থানার ওসি মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, ‘একই সঙ্গে বাবা ও মেয়ের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’