নেত্রকোনায় বাজারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সংঘর্ষের ঘটনা
সংঘর্ষের ঘটনা © সংগৃহীত

বাজারে বসা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাহমুদপুর গ্রামের দুই গ্রুপের লোকজন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মাহমুদপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ১৫ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ৯ জন। তার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে  রেফার্ড করা হয় ৭ জনকে। 

তারা হলেন- রাকিব (২২), আজহারুল (৪৫),খোকন মিয়া (৪৫), নজরুল (৫০), সাকিল (১৮), রাজিব (২২), মুখলেছ (৪০)। এ ছাড়া চিকিৎসা নেন আহত টিপন মিয়া (৩২) এবং ঝগড়া থামাতে গিয়ে আহত হারুলিয়া গ্রামের হেলাল মিয়া সহ আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঈদের আগের দিন স্থানীয় মাহমুদ পুর বাজারে বসা নিয়ে রফিক গ্রুপ ও দিদার গ্রুপের লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।আজ রফিক গ্রুপের একজন তার স্রী কে নিয়ে যখন বাজারের দিকে যাচ্ছিলেন তখন দিদার গ্রুপের লোকজন তাকে মারধর করে। তারই জেরে আজ সন্ধ্যার দিকে মাহমুদপুর বাজারে উভয়ই গ্রুপের লোকজন টেঁটা, বল্লমসহ বিভিন্ন  দেশীয়-অস্রশস্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।  

খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া থানার ওসি(তদন্ত) ওমর কাইয়ুম মাহমুদপুর বাজারে দুই গ্রুপের সংঘর্ষ ও আহতের খবর নিশ্চিত করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো গ্রুপই থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।