চাচাতো ভাইয়ের হাতে ‍যুবক খুন

মইন উদ্দিন
মইন উদ্দিন © সংগৃহীত

যশোরে জায়গা জমি নিয়ে বিরোধে মইন উদ্দিন (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই আশিক। একই ঘটনায় অপর ভাই জমির উদ্দিনকে (৫০) ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত জমির উদ্দিনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সোমবার (৯জুন) বিকাল পৌনে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার ডাকাতিয়া  গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মইন উদ্দিন একই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে।

আহত জমির উদ্দিনের ছেলে সাগর বলেন, বিকেল পৌনে ৫ টায় আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইনুদ্দিনের সাথে কথা কাটাকাটি চলছিল আমার বাপের চাচাতো ভাই আশিকের সাথে। এক পর্যায়ে আশিক আমাদের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। 

তিনি আরো বলেন, বাবা ও চাচা মিলে প্রতিবাদ করলে আশীক ধারালো অস্ত্র নিয়ে আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইন উদ্দিনকে কুপিয়া গুরুতর আহত করে। আমরা বাবা ও চাচাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় চাচা মইনুদ্দিন মারা যান এবং বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন চিকিৎসা চলছে।

যশোর জেলার হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে আছে।