গাজার পথে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক করল ইসরায়েল
- ১১ জুন ২০২৫, ১২:৫৭
ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করা ‘ম্যাডলিন’ নামের একটি নৌযান আটক করেছে দখলদার ইসরায়েল। সোমবার (৯ জুন) ভোরে আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটি আটক করে ইসরায়েলি বাহিনী। পরে সেটিকে আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। জাহাজটি পরিচালনা করছিল আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংগঠন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)।
জাহাজটিতে খাদ্যসহ বিভিন্ন ত্রাণসামগ্রী ছিল, যা গাজার ক্ষুধার্ত জনগণের জন্য ইতালি থেকে পাঠানো হচ্ছিল। এফএফসির আওতায় পরিচালিত এই উদ্যোগ আন্তর্জাতিক মানবিক সহায়তার একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছিল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ম্যাডলিন’ জাহাজটি জব্দ করা হয়েছে এবং এর যাত্রীদের নিরাপদে উপকূলে নিয়ে আসা হয়েছে। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায়, তারা জাহাজে থাকা স্বেচ্ছাসেবীদের পানি ও স্যান্ডউইচ বিতরণ করছে। যাত্রীদের পরনে ছিল লাইফ জ্যাকেট।
‘ম্যাডলিন’ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। এতে মোট ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন, যাঁরা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে আছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মান, ফরাসি, ব্রাজিলিয়ান, তুর্কি, স্প্যানিশ ও ডাচ নাগরিকরাও।
এই মানবিক অভিযানের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সহানুভূতির এক উদাহরণ সৃষ্টি হলেও ইসরায়েলের বাধার মুখে তা থেমে গেল। বর্তমান পরিস্থিতিতে গাজা যেভাবে চরম খাদ্যসংকট ও মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই জাহাজের অবরোধ আন্তর্জাতিক পরিসরে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।