কুয়াকাটার অরকা পল্লীবাসীর মানবেতর জীবন, সহায়তার আশ্বাস পৌর বিএনপির
- ১০ জুন ২০২৫, ০০:১৫
পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র উপকূলে অবস্থিত অরকা পল্লী—যেখানে ৮০টি পরিবার, প্রায় দুই শতাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছে। ২০০৮ সালে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত এসব ছিন্নমূল পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন (অরকা) নামক প্রাক্তন ক্যাডেটদের সংগঠন নির্মাণ করেছিল টিনশেড ঘর, স্থাপন করেছিল একটি মসজিদ, কমিউনিটি সেন্টার, একটি পুকুর ও তিনটি গভীর নলকূপ।
সাড়ে পাঁচ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই জনপদের নামকরণ করা হয় “অরকা পল্লী-৬”। কিন্তু দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও সেই ঘরগুলোর কোনো সংস্কার হয়নি। বারবার প্রাকৃতিক দুর্যোগে ঘরগুলো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
রবিবার (৮ জুন) শেষ বিকেলে অরকা পল্লির খোঁজ নিতে আসেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ শাহজাহান মুসল্লী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম বাচ্চু, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ জাহাঙ্গীর, তথ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীরসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে মতিউর রহমান হাওলাদার বলেন, ‘এখানকার মানুষ কী কষ্টে দিন কাটাচ্ছে, তা না দেখলে বোঝা যাবে না। ঘরগুলো একেবারে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আমরা দলীয়ভাবে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি। বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
অরকা পল্লীর বাসিন্দারা জানান, তারা বহুবার সহযোগিতার জন্য আবেদন করলেও কোনো কার্যকর সাড়া পাননি। পৌর বিএনপি নেতৃবৃন্দের আশ্বাসে তারা কিছুটা আশাবাদী হলেও, দ্রুত ঘর সংস্কার ও মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।