শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রদল নেতার
- ১০ জুন ২০২৫, ১৯:৫৯
জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমিলুল্লাহ মুসলিম হলের সভাপতি নাসির উদ্দিন শাওন।
আজ রবিবার (৮ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় গিয়ে তিনি শহীদের কবর জিয়ারত করেন এবং ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান। এসময় তার সঙ্গে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতারা এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানকে স্মরণ করেন।
কবর জিয়ারতের পর ছাত্রদল নেতা শাওন শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার পিতা-মাতার হাতে ঈদ উপহার প্রদান করেন। এ সময় শহীদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ছাত্রদলের এই মানবিকতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাসির উদ্দিন শাওন বলেন, শহীদ ওয়াসিম শুধু চট্টগ্রামের নয়, গোটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে গর্বের নাম। তার আত্মত্যাগ আমাদের চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, ওয়াসিম ভাইয়ের মতো শহীদেরা গণতন্ত্রের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।