খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ডোবার পানিতে ডুবে সিফাত শেখ (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) সকালে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সিফাত বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামের মো. রবিউল শেখের ছেলে। তার মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হ

তিনি জানান, রবিবার সকালে শিশু সিফাত বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় সে পড়ে যায়। শিশুটিতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।  এক পর্যায়ে ডোবায়  শিশুটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।