ঈদে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ‘মধ্যাহ্নভোজ’ জাবি ছাত্রশিবিরের 

ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ
ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঈদুল আজহায় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’ এর আয়োজন করছে ইসলামী ছাত্রশিবির জাবি শাখা। শনিবার (৭ জুন) দুপুর দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন এ আয়োজন শুরু হয়।

এর আগে শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা অত্যাসন্ন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এই ঈদের অন্যতম অনুষঙ্গ পশু কুরবানি। ঈদুল আজহার সময়ে অ্যাকাডেমিক বা অন্যান্য কারণে অনেক শিক্ষার্থী হলগুলোতে অবস্থান করে। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন। এ দিন ছাত্রশিবিরের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রশিবিরের জাবি শাখার সেক্রেটারি জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। মোট তিনটি গরু কোরবানি দেওয়া হয়েছে এবং ভিন্নধর্মাবলম্বী জন্য আলাদা আয়োজন করা হয়েছে। এ ছাড়াও যারা ক্যাম্পাসের নিরাপত্তার কাজের জন্য বাড়িতে যেতে পারেননি তাদের জন্য আমাদের আয়োজন উন্মুক্ত ছিল। 

তিনি আরো বলেন, আশা করি এই আয়োজন সবার মাঝে ত্যাগ ও কোরবানির শিক্ষা নিয়ে আসবে এবং আমাদের সবাইকে একে অপরের প্রতি সৌহার্দপূর্ণ হতে সাহায্য করবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, প্রতিবছরের ন্যায় আমরা এবারও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পশু কোরবানি করেছি। যদিও এবারের আয়োজনটা ছিল ভিন্নধর্মী; কিন্তু এবারই আমরা ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গা থেকে আমাদের প্রতি তাদের যে হক রয়েছে সেটা পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি জাবি শাখা শিবিরের পক্ষ থেকে। ঈদের আগের দিন আমরা প্রতিটি হলের অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য নিয়েছি। সব মিলিয়ে প্রায় ২৫০ জনের মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য আলাদা আয়োজন ছিল। এ ছাড়াও ক্যাম্পাসের আশেপাশের এলাকা ও বিভিন্ন কর্মচারী যারা পশু কোরবানি করতে অক্ষম তাদেরকে আমাদের সাধ্য মতো মাংস পাঠানোর ব্যবস্থা করেছি। ঈদ-উল-আজহা আমাদের সবার মাঝে মাঝে সহনীয়তা ও ত্যাগের মানসিকতা তৈরি করবে বলে আশা করছি।