ক্যাম্পাসে গরু ও খাসি কুরবানি দেবে রাবি ছাত্রশিবির
- ০৯ জুন ২০২৫, ০১:০২
পবিত্র ঈদুল আজহায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গরু ও খাসি কুরবানির আয়োজন করেছে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন রাবি শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘এই ঈদে অনেক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী পরিবার থেকে দূরে ক্যাম্পাসে অবস্থান করছেন। তাদের ঈদের আনন্দে শরিক করতে আমরা একটি গরু ও একটি খাসি কুরবানির আয়োজন করেছি। ঈদ কেবল উৎসব নয়, এটি ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আমরা সেই চেতনাই বাস্তবায়নের চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুরের খাবারের ব্যবস্থা করেছে, তাই আমরা রাতে খাবারের আয়োজন করেছি। যেন কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।
এর আগে, ৫ জুন রাবি শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে ও বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে আমরা একটি ছোট্ট উদ্যোগ নিচ্ছি। পরিবার ছেড়ে যারা একা ঈদ করছেন, তারা যেন সেই অভাব কিছুটা ভুলে যান এবং আমরা সবাই মিলে আনন্দ ভাগ করে নিতে পারি, সেটিই আমাদের উদ্দেশ্য।"
তিনি আরও জানান, কুরবানির আয়োজন, রান্না-বান্না ও ঈদের খাবারে যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবেন। এমনকি যারা ঈদের আড্ডা ও ভোজে অংশ নিতে চান, তাদের জন্যও আয়োজন খোলা থাকবে। ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও বিকল্প খাবারের ব্যবস্থা রাখা হবে।