মীরসরাইয়ে মা-মেয়ে নিখোঁজ, অপহরণের অভিযোগ

নিখোঁজ মা ও মেয়ে
নিখোঁজ মা ও মেয়ে © সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক মা ও তাঁর সাত বছর বয়সী মেয়ে। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও তাঁদের কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা বলছেন, তাদের অপহরণ করা হয়েছে।

নিখোঁজরা হলেন- মা সঙ্গীতা সূত্রধর (৩৫) ও মেয়ে মিথি সূত্রধর (৭)। তারা মীরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মিথি স্থানীয় এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত ৪ জুন (বুধবার) রাত ৮টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি অজ্ঞাত নারী সঙ্গীতাকে গতিরোধ করেন। কিছুক্ষণ পর ওই নারী তাদেরকে ডেকে নিয়ে যান এবং দ্রুত একটি কালো রঙের মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যান।

নিখোঁজ সঙ্গীতার স্বামী দীপক সূত্রধর বলেন, ‘সাধারণত প্রতিদিনই স্ত্রী ও মেয়ে কোচিংয়ে যেতেন। ফেরার পথে এমন ঘটনা ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী নারী আমাকে জানিয়েছেন, অচেনা ওই নারী প্রথমে আমার স্ত্রীকে থামান। এরপর বুঝে ওঠার আগেই তাদের কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। আমি মীরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছি।’

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘মা ও মেয়েকে উদ্ধারে পুলিশ একাধিক টিম কাজ করছে। আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আশা করছি, দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।’