ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোলে আটক আ. লীগ নেতা

আটক আওয়ামী লীগ নেতা
আটক আওয়ামী লীগ নেতা © সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট জমা দেওয়ার পর স্ক্যানিংয়ের সময় তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে। এরপরই তাকে আটক করা হয়। 

তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের বাসিন্দা এবং মৃত মুকবুল শেখের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, পূর্ব তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল, শেখ রেজাউল ভারতে পালাতে পারেন। সে অনুযায়ী আমরা সতর্কতা জারি করি। পাসপোর্ট স্ক্যান করার পর তার নামে দায়েরকৃত মামলাগুলোর তথ্য পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোল্লাহাট থানায় শেখ রেজাউলের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা রুজু করা হয়েছে।

আটকের পর শেখ রেজাউল কবিরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, ‘তার বিরুদ্ধে মামলা থাকায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে মোল্লাহাট থানায় পাঠানো হবে।’