২১ হাজার অবৈধ সিমকার্ড ও ভিওআইপি সরঞ্জামসহ ১ ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানী থেকে গ্রেপ্তার করে র‌্যাব
রাজধানী থেকে গ্রেপ্তার করে র‌্যাব © র‌্যাব সৌজন্যে

রাজধানীর দক্ষিণখান এলাকায় র‍্যাব-১ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম ও ২১ হাজারেরও বেশি সিমকার্ডসহ এক ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় পরিচালিত অভিযানে মোঃ নজরুল ইসলাম (৩৮) নামের ওই ব্যবসায়ীকে রাজধানীর দক্ষিণখানের শহীদ লতিফ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ১।

অভিযানে উদ্ধার করা হয় ১২৮, ২৫৬ ও ৫১২ পোর্টের মোট ২৩টি সীমবক্স, দুটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, কয়েকটি রাউটার, সুইচ, একটি CDMA মডেম এবং বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ২১,৩৯০টি সিমকার্ড। এর মধ্যে টেলিটক-এর ১১,৩০০, গ্রামীণফোনের ৮,১০০, এয়ারটেলের ২৫০, রবির ৯৯০ এবং বাংলালিংকের ৭৫০টি সিম পাওয়া গেছে।

আরও পড়ুন: ১০ মাসে ছাত্রলীগের ১৬ হামলা, আক্রান্ত ১৪টি ঘটনায়

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত নজরুল ইসলাম গত ছয় মাস ধরে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। সফটওয়্যার নির্ভর প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক কল অবৈধভাবে দেশে এনে সরকারকে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছিল সে। ব্যবহারকারীদের কাছে সেবা পৌঁছে দিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কলিং কার্ড, রিচার্জ ও পেমেন্ট সেবা সরবরাহ করতো।

প্রতিদিন লক্ষাধিক মিনিট কল রাউটের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আয় করলেও এসব আয়ের কোনোটিই বৈধভাবে দেশের অর্থনীতিতে আসতো না। বরং হুন্ডির মাধ্যমে দেশে টাকা এনে পুরো প্রক্রিয়াকে অবৈধ পথে পরিচালনা করছিল চক্রটি। নজরুল ছিল এ চক্রের অন্যতম সক্রিয় সদস্য।

র‍্যাব জানায়, ভিওআইপি ব্যবসার মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির মুখে পড়েছে। এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ছয় শতাধিক অভিযান চালিয়ে হাজারের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অবৈধ ভিওআইপি দমনে র‍্যাবের নিয়মিত নজরদারি ও অভিযান চলমান থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।