বিশ্ব পরিবেশ দিবসে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ফটো

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আহ্বানে ঢাকায় পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।  আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খেলার মাঠ সংলগ্ন এলাকায় নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করা হয়।

পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। চারা রোপণ শেষে তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমরা সবসময় দায়বদ্ধ। শুধু রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেই ছাত্রদল পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশ নিচ্ছে।

তিনি জানান, দেশের জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণসহ পরিবেশ বিপর্যয়ের বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ নিছক আনুষ্ঠানিকতা নয় বরং ধারাবাহিক ও বাস্তবমুখী পদক্ষেপের অংশ হিসেবে গ্রহণ করা হচ্ছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা এবং উপজেলা পর্যায়েও ছাত্রদলের উদ্যোগে চলছে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী দিনে এই পরিবেশবান্ধব কর্মসূচিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং ছাত্রনেতা জাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।