বিধবা নারীর জমি দখলের অভিযোগ

বিধবা নারীর জমি
বিধবা নারীর জমি © টিডিসি ফটো

রংপুরের পীরগাছায় বিধবা এক নারীর জমি দখল নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ জুন) ভুক্তভোগী মরিয়ম বেগম জমি ফিরে পেতে আইনগত ব্যবস্থা চেয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে মরিয়ম বেগম (৬৩) পৈতৃক সূত্রে ৩৩ শতক জমি পান। ৩৩ শতকের মধ্যে ২৮ শতক জমি একই গ্রামের শহর উল্যার ছেলে বুলু মাস্টারের নিকট বিক্রয় করেন। ২৮ শতক জমি বিক্রয় করার পর অবশিষ্ট পাঁচ শতক জমি বুলু মাস্টার জোরপূর্বক তার দখলে নেওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন মরিয়ম বেগম।

তিনি আরও উল্লেখ করেন, বুলু মাস্টারের কাছে তার পাঁচ শতক জমি বুঝে দেওয়ার জন্য বারবার বলা হলেও তিনি জমি বুঝে দেননি। বরং জমি বুঝে চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান।

স্থানীয় আছির উদ্দিন বলেন, ‘২৮ শতক জমি বুলু মাস্টার কিনেছেন জানি। কিন্তু বাকি পাঁচ শতক জমি কিনেছেন কিনা, আমার জানা নেই।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বুলু মাস্টারের মোবাইলফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে পীরগাছা থানার সহকারী উপ-পরিদর্শক এরশাদ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনে করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে সমাধানের জন্য বসা হবে।