দুঃস্থ-অসহায়দের জন্য কোরবানির গোশত সংগ্রহ করবে ভালো কাজের হোটেল
- ০৫ জুন ২০২৫, ২৩:০১
‘ভালো কাজের বিনিময়ে আহার’—এই ব্যতিক্রমী ভাবনা থেকেই রাজধানীর একদল উদ্যমী তরুণ গড়ে তুলেছেন ভালো কাজের হোটেল। ২০২৩ সালের ডিসেম্বর থেকে সমাজের অবহেলিত, ছিন্নমূল মানুষদের মুখে এক বেলা খাবারের হাসি ফোটানোর এমন ব্যতিক্রমী কাজ করে আসছে তারা।
সপ্তাহের ছয় দিন এই হোটেলে খাবার পান অসহায় মানুষজন। তবে এর বিনিময়ে তাদের করতে হয় অন্তত একটি ভালো কাজ। হয়ত কারও রাস্তা পার করে দিয়েছেন, নালায় আটকে থাকা প্লাস্টিকের বোতল তুলে ফেলেছেন বা একটি গাছকে পানি দিয়েছেন—এমন যেকোনো ছোট্ট ভালো কাজের পুরস্কার হিসেবেই মিলছে এক বেলার খাবার। শনিবারে সন্ধ্যায়, বাকি দিনগুলোয় দুপুরে চলে খাবার বিতরণ। আর শুক্রবারটি বরাদ্দ রাখা হয় মসজিদ ও এতিমখানার মানুষের জন্য—সেইসব স্থানে গিয়ে হাতে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ জন মানুষ এই খাবার পান।
তবে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার সংগঠনটি ছিন্নমূল, অসহায় মানুষকে রান্না করে খাওয়ানোর জন্য কোরবানির গোসত সংগ্রহ করবে।
বিভিন্ন দেওয়ালে কোরবানির গোসত সংগ্রহের ব্যানারে লেখা রয়েছে, আপনার কুরবানীর গোশত যদি ছিন্নমূল, অসহায় মানুষের পাতে পৌঁছায়, তবে সেই ত্যাগ আরও মহৎ হয়ে উঠবে। আপনার দেওয়া গোশত রান্না করে খাওয়ানো হবে ভালো কাজের হোটেলের ঢাকার ১১টি শাখায় আসা প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ জন মানুষের মুখে।
ইচ্ছুক দাতারা কোরবানির দিনই এই তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গোশত পৌঁছে দিতে পারবেন। নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করলে স্বেচ্ছাসেবকরা নিজেই গিয়ে আপনার দেওয়া কোরবানির গোশত সংগ্রহ করে নিয়ে আসবেন।
যোগাযোগ: 01873708000, 01713222343