১৮তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কি?
- ১০ জুন ২০২৫, ১২:৫২
আসন্ন ঈদুল আযহার পর লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র ১৭ ও ১৮তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন। তবে ১৮তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা আবেদন করতে পারবেন না বলে জানা গেছে।
এনটিআরসিএর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, এমপিও নীতিমালা অনুযায়ী ৩৫ ঊর্ধ্বদের শিক্ষক পদে নিয়োগের সুযোগ নেই। ফলে আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের সুযোগ দেওয়া হবে না। এ ছাড়া ১৮তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে খুব একটা সময় লাগেনি। ফলে তারা কয়েকমাস ‘ব্যাকডেট’ও পাচ্ছেন না।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার সুযোগ নেই।’
১৮তম নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল
এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাস ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কি না সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৫ ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, ‘মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করা করানো হয়েছে। কেননা এই প্রার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান করাতে পারবেন না বলেই মনে করেছে বোর্ড।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে ১৯ লাখ প্রার্থী আবেদন করেছিলেন।