১০ লাখে মিলবে ‘ব্ল্যাক ডায়মন্ড’, সঙ্গে ফ্রি ২ লাখ টাকার ষাঁড়

৪৫ মণ ওজনের ‘ব্লাক ডায়মন্ড’
৪৫ মণ ওজনের ‘ব্লাক ডায়মন্ড’ © টিডিসি

আসন্ন ঈদুল আজহায় ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামে দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী এক বিশাল আকৃতির কোরবানির গরুর। নজরকাড়া কালো রঙের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘ব্লাক ডায়মন্ড’। গরুটির ওজন প্রায় ৪৫ মণ (প্রায় ১.৮ টন)। দাম হাঁকানো হয়েছে ১০ লাখ টাকা। শুধু তাই নয়, যিনি এই গরুটি ক্রয় করবেন, তাকে উপহার হিসেবে দেওয়া হবে আরেকটি প্রায় ২ লাখ টাকার ষাঁড় গরু।

জানা গেছে, গরুটির মালিক মো. সাইফুল ইসলাম দীর্ঘ ৫ বছর ধরে সন্তানের মতো যত্ন করেই গরুটিকে লালন-পালন করেছেন। প্রতিদিন তাকে খাওয়ানো হয় ৫০-৬০ কেজি কাঁচা ঘাস, খড়, ভূষি, খৈল, ভুট্টা ও পায়রা। দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয়। গরুটিকে বড় করতে কোনো প্রকার কৃত্রিম ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি।

 স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম একসময় ঢাকায় একটি কোচিং সেন্টারে চাকরি করতেন। ২০০৮ সালে বাবার মৃত্যু হলে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে এসে ব্যবসার পাশাপাশি গরু পালনের দিকে ঝুঁকে পড়েন। ২০১১ সালে মাত্র ১ লাখ টাকায় দুটি গাভী ক্রয় করে যাত্রা শুরু করেন। আজ তার খামারে ছোট-বড় মিলিয়ে ১০টি ষাঁড় রয়েছে। এরই মধ্যে তিনি চারটি ষাঁড় বিক্রি করেছেন । বর্তমানে তার খামারে রয়েছে আরও ৫০ লাখ টাকার গরু।  ‘ব্লাক ডায়মন্ড’ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন।

তবে এত বড় গরু নিয়ে বাজারে যাওয়ার ব্যাপারে চিন্তিত খামারি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘এত বড় গরু নিয়ে হাটে যাওয়া অনেক কঠিন। ভালো ক্রেতার অপেক্ষায় আছি।’

আগ্রহী ক্রেতাদের তিনি ০১৭১২-৪৮০১৩৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।