জর্ডান সফর বাতিল, প্রবাসী কল্যাণ সচিবের বিষয় নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা
- ০৯ জুন ২০২৫, ০০:৩৪
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার পরিবারসহ জর্ডান সফরের নিয়ে পোস্ট করেছেন সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি পোস্টে উল্লেখ করেছেন, সচিব নিজে, তার পরিবার, মন্ত্রণালয়ের ৪ জন এবং বোয়েসেলের ৪ জন এই সফরে যাচ্ছেন।
বিষয়টি ছড়িয়ে পড়ার পর ড. নেয়ামত উল্যা ও তার স্ত্রী পুত্র নিয়ে সফর করার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া নিজে তার স্ত্রী পুত্রসহ মন্ত্রণালয়ের ৪ ও বুয়েসেলরের ৪ জন জর্ডান সফর করবেন এমন শিরোনামে সামাজিক মাধ্যমে জুলকারনাইন সায়েরের প্রকাশিত কনটেনন্ট তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত কনটেন্টে সিনিয়র সচিব ও তার স্ত্রী পুত্র নিয়ে সফর করার বিষয়টি সত্য নয়। সরকারি আদেশে স্ত্রী পুত্রের নাম কোথাও উল্লেখ নেই। এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বিধায় বিষয়টি ব্যাখ্যা প্রদান প্রয়োজন।
এর ব্যাখ্যায় মন্ত্রণালয় জানায়, জর্ডানে বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশি কর্মীদের কর্মপরিবেশ পর্যবেক্ষণ ও ভবিষ্যতে কর্মী প্রেরণে দূতাবাসের মাধ্যমে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টিই ছিল এই সফরের লক্ষ্য।
এছাড়াও বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রস্তাবিত জর্ডান সফরের কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে।